1to1mentor

ড্যাশবোর্ড

FAQ

মেন্টির জিজ্ঞাসা

1to1mentor একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ মেন্টররা তোমার জন্য অপেক্ষা করছে, তারা একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ে তোমাকে তথ্য, গাইডলাইন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবে, যা তোমাকে পড়ালেখা বা কর্মজীবনে কয়েক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করবে।

আরো জানতে লিংকে থাকা ভিডিওটি দেখে আসতে পারোঃ https://youtu.be/06NXCxO0Pyo?si=ROh-FYeZHvgwtSoa

আমরা বিশ্বাস করি, আপনি যদি একটি মানসম্মত মেন্টরিং সার্ভিস চান এর জন্য অবশ্যই আপনাকে এর উপযুক্ত বিনিময় প্রদান করতে হবে। এছাড়া আমাদের Value Ensurity Policy রয়েছে, যেটি আপনার Value Ensure করবে। অর্থাৎ সেবাটি যদি আপনাকে কোন Value প্রদান করতে না পারে তবে আমরা আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব।

১। প্রথমে আমাদের www.1to1mentor.com ওয়েবসাইটে যাও।

২। বুক সেশন (Book Session) অপশনে ক্লিক করো।

৩। ইনস্টিটিউশন (Institution) অপশনে ক্লিক করে, তোমার পছন্দের ইউনিভার্সিটি সিলেক্ট করো।

৪। সেই বিশ্ববিদ্যালয়ের মেন্টরদের থেকে তোমার পছন্দের মেন্টর  বাছাই করো।

৫। সিডিউল থেকে তোমার পছন্দমতো দিন ও সময় বাছাই করো।

৬। প্রয়োজনীয় তথ্য প্রদান করে, বিকাশে পেমেন্ট করো।

৭। কিছুক্ষন পর ইমেইলে তোমাকে সেশনের লিংক দেওয়া হবে।

৮। নির্ধারিত সময়ে উপস্থিত থেকে মেন্টরশিপ গ্রহণ করো।

সেশন বুক করতে ভিডিওটি দেখো।
🔗ভিডিও লিংকঃ https://youtu.be/q0Y3fNBNcis

 

কোন অসুবিধা হলে বা বুঝতে না পারলে ফেসবুক পেইজে ইনবক্স করে আমাদের জানাও।

অবশ্যই, তুমি তোমার অভিভাবককে তোমার সেশনে রাখতে পারবে।

না! আমরা ওয়ান টু ওয়ান সার্ভিস প্রোভাইড করে থাকি তাই তুমি আর মেন্টর সেশনে উপস্থিত থাকবে। তবে তোমার অভিভাবককে তোমার সেশনে রাখতে পারবে।

হ্যাঁ ভিডিও ক্যামেরা অন রাখতে হবে। তবে উপযুক্ত কারণ থাকলে, ক্যামেরা অফ রেখেও সেশন করতে পারো। 

না! সেশনটা রেকর্ড করা যাবে না।

অনুগ্রহ করে আমাদেরকে জানান আপনি কোন সময়ে সেশনটি করতে চান, যদি ওই সময় মেন্টরের সিডিউল খালি থাকে তাহলে আমরা পরিবর্তন করে দিব।

মেন্টরের সাথে কথা বলে তোমার ইমেইলে দেওয়া ফরমটি ফিলাপ করে সময় বাড়িয়ে নিতে পারো।

ইমেইলে সেশনের লিংক পাঠানো হবে, যা দেখেই বুঝতে পারবে তোমার সেশন সফল ভাবে বুক হয়েছে। কোনো কনফিউশন থাকলে আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করতে পারো ।

হ্যাঁ! তবে কোনো কারনে মেন্টর সেশন নিতে না পারলে বা আপনি সেশন বাদ দিতে চাইলে আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব।

সেশন বুক করার সময় আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে।

যেকোনো বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করে আমাদেরকে ট্রানজেকশন কোডটি দিলেই হবে।

দুঃখিত আমাদের কোন ডিসকাউন্ট কিংবা কুপন নেই। 

হ্যাঁ আমাদের কে প্রয়োজনীয় তথ্য গুলো প্রদান করলে, আমরা তোমার সেশন বুক করে দিতে পারবো।

বুক করার এক ঘন্টার মধ্যে চাইলে সেশন বাতিল করতে পারবে। কিন্তু আমাদের ইনবক্স করে জানাতে হবে, আমরা সেশন বাতিল করে দিব।

সেশন বাতিল করার তিন দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।

আমরা বিশ্বাস করি, তুমি যদি একটি মানসম্মত মেন্টরিং সার্ভিস চাও এর জন্য অবশ্যই তোমাকে এর উপযুক্ত বিনিময় প্রদান করতে হবে। এছাড়া আমাদের Value Ensurity Policy রয়েছে, যেটি তোমার Value Ensure করবে। অর্থাৎ সেবাটি যদি তোমাকে কোন Value প্রদান করতে না পারে তবে আমরা তোমাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব।

আমাদের রয়েছে Value Ensurity Policy, যেটি তোমার Value Ensure করবে। এটি আমাদের একটি Refund Policy অর্থাৎ যদি মেন্টরশীপ গ্রহণ এর পর মনে করো মেন্টরশীপ থেকে কোনো valuable information পাওনি, তাহলে সেক্ষেত্রে তুমি Value Ensurity Policy তে refund নিতে পারবে। আমরা তোমার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব।

FAQ

মেন্টরের জিজ্ঞাসা

একজন মেন্টর হতে হলে আপনাকে অবশ্যই  আমাদের যেকোনো ক্যাটাগরি (পাবলিক বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ে দক্ষ) অন্তর্ভুক্ত হতে হবে।

যদি আপনার কোনো কোচিং সেন্টার (উদ্ভাস), কোন ক্লাবে কাজ করে থাকেন অথবা পাবলিক স্পিকিং এর দক্ষতা থাকে, তাহলে আপনি Join করতে পারবেন।

না, মেন্টর হতে কোনো ফি প্রয়োজন নেই।

না। আপনার কাছে এরূপ ডিভাইস থাকলে ভালো। তবে আপনার যদি এসব ডিভাইস না থাকে, তাহলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিয়ে জানাতে হবে।

জ্বি। রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার শিডিউল প্রদান করতে হবে এবং সপ্তাহে অন্তত পাঁচটি সেশনে (৩ দিন) সময় দিতে হবে। এর জন্য সপ্তাহে নূন্যতম ৫ঘণ্টা সময় দিতে হবে।

রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করতে হবে ( নিজের একটি ছবি, বিশ্ববিদ্যালয়ের আইডি ও নিজের শিডিউল দিতে হবে)

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://1to1mentor.com/become-a-mentor/

 

  • ৯টি শর্ট ট্রেইনিং ভিডিও দেখতে হবে।
  • ৯টি ভিডিওর ভিত্তিতে একটি কুইজে অংশগ্রহণ করতে হবে।

 

Note: কুইজে মোট ২০টি প্রশ্ন থাকবে, তার মধ্যে সর্বনিম্ন ১৮টির সঠিক উত্তর দিতে হবে। 

 

  • কুইজে পাস করার মধ্যে দিয়ে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষ হবে এবং আপনি একজন মেন্টর হয়ে যাবেন।

আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত যেকোনো ধরনের কাগজপত্র যেমন: প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, অফিসিয়াল লেটার অথবা পেমেন্ট স্লিপ দিতে পারবেন।

মাঝেমধ্যে আমরা কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হই। তখন ছবি আপলোড করা যায় না। তবে আমরা যত দ্রুত সম্ভব তা ফিক্স করে ফেলি।

অথবা আমাদেরকে ইনবক্সে জানান

জ্বি। আমাদের ওয়েবসাইটে মেন্টর রেজিস্ট্রেশনের সময় ৯টি ভিডিও ট্রেনিং দেয়া হবে আর ২০ নম্বরের একটি কুইজ নেওয়া হবে।

  • 1to1mentor এর ওয়েবসাইটে প্রবেশ করে “Book Session” অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান বাছাই করতে হবে। 

নিজের প্রতিষ্ঠান বাছাইয়ের পর আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন।

যখন কেউ আপনার সেশন বুক করবে তখন আমরা আপনাকে ইমেইল মাধ্যমে জানিয়ে দিবো। 

Note: দয়া করে আপনার ইমেইলটি প্রতিদিন চেক করুন

একটি সেশন Google Meet এর মাধ্যমে পরিচালিত হবে। মেন্টি সেশন বুক করলে আপনি Google Meet লিঙ্ক সহ একটি ইমেইল পেয়ে যাবেন।

জ্বি পারবেন। আমাদের ফেসবুক পেইজে মেসেজ করে জানিয়ে দিলে আমরা তা পরিবর্তন করে দিবো।